Bangla Language and Literary Society (Singapore)

Introduction

Bangla Language and Literary Society (BLLS), Singapore was founded in 1994 after Singapore government’s decision to include Bengali and four other south Asian languages as mother-tongue subjects in the national school curriculum. Since then, BLLS has been providing lessons to the children of Bengali-speaking community according to the syllabus and guidelines given by BTTSAL. It has established itself as a premier institution of teaching and learning of Bengali in Singapore and is always striving to achieve higher level of excellence.

Besides teaching the language, BLLS undertakes different socio-cultural activities so that children are connected to their rich cultural heritage.

সিঙ্গাপুর সরকার বাংলা ও আরো চারটি দক্ষিণ এশীয় ভাষাকে জাতীয় শিক্ষাক্রমে মাতৃভাষা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেবার পর ১৯৯৪ সালে বাংলা ল্যাঙ্গুয়েজ ও লিটারারী সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ সময় ধরে বিএলএলএস সিঙ্গাপুরের বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা দিচ্ছে। বর্তমানে বিটিটিএসএল প্রদত্ত পাঠ্যক্রম ও নির্দেশাবলী অনুসারে এই শিক্ষাদান করা হচ্ছে। ইতিমধ্যে বিএলএলএস সিঙ্গাপুরে বাংলা ভাষা শিক্ষার সর্বোত্তম প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে এবং উন্নততর অবস্থানে পৌঁছানোর প্রচেষ্টা করে যাচ্ছে।

ভাষা শিক্ষা ছাড়াও প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে যাতে পরবর্তী প্রজন্ম তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে যোগাযোগ রাখতে পারে।